সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১১:০৬ এএম
সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন
সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন (৮৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়েছে।
তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
বন্ধ থাকবে বিচারকাজ: মো. রুহুল আমিনের প্রতি সম্মান জানিয়ে আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে। তবে চালু থাকবে প্রশাসনিক কাজ।
রুহুল আমিন ১৯৪১ সালের ১ জুন লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। দেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৭ সালের ১ মার্চ যোগদান করেন তিনি। ২০০৮ সালের ৩১ মে অবসরে যান।
আট দিন আগে গত ১৬ নভেম্বর ভোরে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম। তিনি ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের অষ্টাদশ প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন।