ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করছেন রিকশাচালকরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০১:২৬ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর জাতীয় প্রেসক্লাব, শাহবাগ, সায়েন্সল্যাব, আগারগাঁও, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।
রবিবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধের প্রতিবাদে তারা বিক্ষোভ শুরু করেন।
এছাড়া ঢাকার বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চালকরা ছোট ছোট গ্রুপে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জমায়েত হচ্ছেন। সেখানে সড়ক অবরোধ করে সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন তারা।
চালকদের মিছিলে মৎস্য ভবন, হেয়ার রোড ও প্রেস ক্লাবের আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শাহবাগ জোনের সহকারী কমিশনার শাকিল।
প্রেসক্লাবের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানিয়েছে ব্যাটারিচালিত রিকশাচালক মালিক সমিতি। সেখান থেকে দাবি আদায়ে চলছে গান-কবিতা। মাঝে মাঝে দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দিচ্ছেন মালিক ও চালকরা।
এদিকে অটোরিকশা চালকদের আন্দোলনের কারণে ধানমন্ডি, মিরপুর ও গাবতলী সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।
যাত্রাবাড়ীতেও চালকরা লাঠিসোঁটা নিয়ে অন্যান্য যানবাহন আটকে দিচ্ছেন। তবে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না।
মোহাম্মদপুর তিন রাস্তা এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিস ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। পুলিশকে দেখা গেছে রিকশাচালকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে।
আগারগাঁও এলাকার ব্যাটারিচালিত রিকশাচালকদের নেতা শফিকুল ইসলাম জানান, তারা আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসের সামনে জড়ো হয়েছেন। পরে এখান থেকে মিছিল সহকারে মিরপুর ১০ নম্বরের দিকে যাবেন।
দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের একটাই দাবি, চালকদের পুনর্বাসন ব্যতীত ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করা যাবে না। কেননা এটা বহু মানুষের রুটি-রুজির ব্যাপার।’
মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, ‘সকাল ১১টা থেকে ব্যাটারি রিকশাচালকরা মিরপুর বেড়িবাঁধ, ঢাকা উদ্যান ও তিন রাস্তার মোড় এলাকায় রাস্তা অবরোধ করে রেখেছেন। এতে মোহাম্মদপুর, মিরপুর ও গাবতলী সড়কে যানজট দেখা দিয়েছে।’
‘তবে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। রিকশাচালকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি’, বলেন তিনি।
যাত্রাবাড়ী ট্রাফিক জোনের সহকারী কমিশনার আখতারুজ্জামান টিবিএসকে জানান, ‘ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করে হাইকোর্টের দেওয়া সাম্প্রতিক নির্দেশ প্রত্যাহারের দাবিতে সকাল ১০টা ৪৫ মিনিটে কয়েকশো অটোরিকশা চালক যাত্রাবাড়ী মোড় অবরোধ করেন।’
তিনি আরও বলেন, ‘অবরোধের কারণে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে যানজট নিরসনে ফ্লাইওভার ব্যবহার করে নতুন ডাইভারশন চালু করা হয়েছে।’
এর আগে গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেন আদালত।
হাইকোর্টের আদেশের পরদিন থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশারচালকরা।