Logo
Logo
×

জাতীয়

আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় ভিডিও দেখে ছয় জনকে আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম

আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় ভিডিও দেখে ছয় জনকে আটক

আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় ভিডিও দেখে ছয় জনকে আটক

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত ছয়জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ভিডিও ফুটেজের মাধ্যমে এই ছয়জনকে শনাক্ত করা হয়েছে। 

আজ (বুধবার) দুপুরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানানো হয়েছে।  

ওই পোস্টে আরও বলা হয়েছে, মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২১ জনকে আটক করেছে সিএমপি। আর দেশীয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভসহ (ককটেল) আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

এদিকে, গতকাল হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দুটি জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে। ঘণ্টা দেড়েক পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে। 

এই জানাজায় মানুষের ঢল নামে। বিকেলে তার গ্রামের বাড়ি লোহাগাড়ায় আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। 

সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন