Logo
Logo
×

জাতীয়

ইসকন নিষিদ্ধের দাবি আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৭:১১ পিএম

ইসকন নিষিদ্ধের দাবি আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর

ইসকন নিষিদ্ধের দাবি আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর

ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। একইসঙ্গে চট্টগ্রামে আইনজীবী আলিফ নিহতের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়ে আইনজীবী হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।

তিনি বলেন, ইসকন কীভাবে স্বৈরাচারী আওয়ামী লীগের সহায়তায় ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে তা আমরা ভুলে যাইনি। ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, বাংলাদেশে সব ধর্মের সহাবস্থান থাকবে। সবার অধিকার রক্ষায় আমরা কাজ করব। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, চট্টলায় ইসকনের কোনো জায়গা হবে না। আমরা হাসিনাকে দেশছাড়া করেছি। ইসকনকে দেশছাড়া করা আমাদের কাছে হাতের ময়লা।

এ সময় হাসনাত আবদুল্লাহর পাশাপাশি সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেল আহমেদ, কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদসহ উপস্থিত সবাই ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন