Logo
Logo
×

জাতীয়

নির্বাচনের তারিখ ঘোষণা কবে, জানালেন উপদেষ্টা রিজওয়ানা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পিএম

নির্বাচনের তারিখ ঘোষণা কবে, জানালেন উপদেষ্টা রিজওয়ানা

ছবি: সংগৃহীত

জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।  তিনি বলেন, সব রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঠিক করবে সরকার।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংস্কার কমিশন থেকে প্রস্তাব আসবে, জনগণ কথা বলবে। চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা হবে। সেই মোতাবেক যে পদক্ষেপ নেয়ার তা নেব। আমরা বারবার বলেছি যত দ্রুত সম্ভব জরুরি সংস্কারগুলো শেষে নির্বাচনের তারিখ জানিয়ে দেব।

উপদেষ্টা রিজওয়ানা জানান, ৬টি সংস্কার কমিশন ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও, কিছু কমিশন জানিয়েছে যে তাদের প্রতিবেদন জমা দিতে এক বা দুই সপ্তাহ অতিরিক্ত সময় লাগতে পারে।

রিজওয়ানা হাসান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের ওপর হামলার বিষয়টি সরকার হালকাভাবে দেখছে না। তিনি বলেন, এটি হালকাভাবে দেখার সুযোগ নেই।

উপদেষ্টা পরিষদের বৈঠকে সমন্বয়কারীদের নিরাপত্তার বিষয়টি উত্থাপন করা হয়েছে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, সমন্বয়কারীরা জাতিকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে যা অনেকের স্বার্থে আঘাত লাগবে।

আদালতগুলোর নিরাপত্তা বিষয়ে উপদেষ্টা বলেন, এই বিষয়ে সবাইকে শান্ত থাকতে হবে এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

নির্বাচন বিষয়টি সরকারের নজরে আছে বলেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সরকারের দিক থেকে দৃষ্টিভঙ্গি হচ্ছে সংস্কার, যে জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে, সে সংস্কারের প্রক্রিয়া দৃশ্যমান হওয়ার পরেই নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই এটা ঠিক হবে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন