Logo
Logo
×

জাতীয়

ধর্মীয় সম্প্রীতি নষ্টের পায়তারা করছে দেশীয় ও বিদেশি গোষ্ঠী: ধর্ম উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৪:৫১ পিএম

ধর্মীয় সম্প্রীতি নষ্টের পায়তারা করছে দেশীয় ও বিদেশি গোষ্ঠী: ধর্ম উপদেষ্টা

ধর্মীয় সম্প্রীতি নষ্টের পায়তারা করছে দেশীয় ও বিদেশি গোষ্ঠী: ধর্ম উপদেষ্টা

ধর্মীয় সম্প্রীতি নষ্টের পায়তারা করছে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী। তারই অংশ হিসেবে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যাকাণ্ডের ঘটনা বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাউফল ফাউন্ডেশন আয়োজিত জুলাই বিপ্লবের শহীদ পরিবার, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না বলে এ সময় হুঁশিয়ারি দেন আ ফ ম খালিদ হোসেন।

নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার চলছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা যেদিন তারিখ ঘোষণা করবেন, সেদিনই নির্বাচন হবে।

সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই অনুষ্ঠানে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিনকে সংবর্ধনা দেয় বাউফল ফাউন্ডেশন। জুলাই বিপ্লবে নিহত বাউফলের ৬ শহীদ পরিবারকে বিশেষ সম্মাননাও প্রদান করে ফাউন্ডেশনটি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন