আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে গিয়ে তোপের মুখে পুলিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১০:২০ পিএম
আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে গিয়ে তোপের মুখে পুলিশ
রাজশাহীতে আটক আওয়ামী লীগের এক নেতাকে ছাড়াতে গিয়ে তোপের মুখে পুলিশ। দিনভর ওই নেতাকে আটকে রেখে ১০ লাখ টাকা আদায়ের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে তাকে নগরীর সাধুর মোড় এলাকা থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
ওই আওয়ামী লীগ নেতার নাম অধ্যাপক ড. পিএম সফিকুল ইসলাম। তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা। এ ছাড়া তিনি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। সফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। পরে নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নে। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন পাননি। অধ্যাপক সফিকুলের গ্রামের বাড়ি বাগমারায় হলেও তিনি শহরের বাসার রোড এলাকায় থাকেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টা থেকে পিএম সফিকুল ইসলামকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সাধুর মোড় এলাকার একটি জায়গায় নিয়ে যায় স্থানীয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিলেই তাকে ছেড়ে দেওয়া হবে বলেও জানানো হয়। শেষ পর্যন্ত দুই লাখ টাকা দিতেও রাজি হন পিএম সফিকুল।
এরই এক পর্যায়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে মারমুখী হয়ে ওঠে স্থানীয় নেতাকর্মীরা। এ সময় পুলিশের ওপর চড়াও হন কেউ কেউ। পুলিশকে আক্রমণও করা হয়। এতে পুলিশের এক এসআই আহত হয়েছেন। ওই পুলিশ কর্মকর্তার ২০ হাজার টাকাও খোয়া গেছে বলে জানা গেছে।