Logo
Logo
×

জাতীয়

দুদকের মামলায় খালাস পেলেন খন্দকার মোশাররফ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯ পিএম

দুদকের মামলায় খালাস পেলেন খন্দকার মোশাররফ

ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

রবিবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মো. মঞ্জুরুল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় ড. খন্দকার মোশাররফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

খন্দকার মোশাররফ হোসেনের আইনজীবী বোরহান উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, ২০০৮ সালের ১০ জানুয়ারি রমনা থানায় ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ১৭ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। পরে এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।

এর আগে ২৮ নভেম্বর অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা আরেক মামলায় ছেলেসহ খালাস পান খন্দকার মোশাররফ হোসেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন