জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় পদে সারজিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭ পিএম
সারজিস আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমকে কেন্দ্রীয় মুখ্য সংগঠক পদে মনোনীত করেছে জাতীয় নাগরিক কমিটি। সোমবার (৯ ডিসেম্বর) কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সারজিস আলমকে কেন্দ্রীয় মুখ্য সংগঠক পদে মনোনীত করা হলো।
এছাড়া, একই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, জাতীয় নাগরিক কমিটির বর্ধিত সাংগঠনিক কাঠামোতে নাসীরউদ্দীন পাটওয়ারী আহ্বায়ক, আখতার হোসেন সদস্য সচিব, সামান্তা শারমিন মুখপাত্র ও সারজিস আলমকে মুখ্য সংগঠকের দায়িত্ব দেয়া হয়েছে।
নতুন রাজনৈতিক ব্যবস্থার উদ্দেশ্যে জাতীয় নাগরিক কমিটি ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে। এক মাসেরও কম সময়ের মধ্যে, গত নভেম্বরে সারজিস আলম এই কমিটিতে সদস্য হিসেবে যোগ দেন এবং আজ তাকে কেন্দ্রীয় মুখ্য সংগঠক পদে মনোনীত করা হলো।
জাতীয় নাগরিক কমিটি বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে-এ নতুন রূপে আবির্ভূত হয়ে একটি পরিবর্তনকামী শক্তি হিসেবে পরিচিত হতে চাচ্ছে, যেখানে ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সারজিস আলমের নতুন দায়িত্বে পদায়ন এই উদ্যোগের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত হচ্ছে, যা সংগঠনের আগামীর পরিকল্পনা ও লক্ষ্যগুলো বাস্তবায়নে সাহায্য করবে।