Logo
Logo
×

জাতীয়

আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ড. ইউনূস

Icon

যুগের চিন্তা ২৪ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ পিএম

আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আগামী ১৯ ডিসেম্বর মিশরের কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ‘প্রধান উপদেষ্টার আগামী ১৯ ডিসেম্বর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেয়ার কথা রয়েছে।’

চলতি বছরের ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুর রিৎজ কার্লটন হোটেলে আল-আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ আল-তায়েব বাংলাদেশের অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেয়ার আমন্ত্রণ জানান।

প্রফেসর ইউনূস আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠেয় ডি-৮ সম্মেলনে যোগদান করতে আজ রাতে মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন।

ডি-৮ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগানসহ সংগঠননের সদস্য রাষ্ট্রগুলোর সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন