Logo
Logo
×

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি

ছবি : সংগৃহীত

২০২৫ সালের ডিসেম্বরকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই লক্ষ্যে একটি রোডম্যাপ প্রস্তুতির কাজও শুরু হয়েছে। ইতোমধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ওই সময়ের মধ্যে সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে অন্তর্বর্তী সরকারের একটি পক্ষ ২০২৬ সালের ৩০ এপ্রিল নির্বাচন আয়োজনের পক্ষে। তারা ২০২৬ সালের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচনের তফশিল ঘোষণার পরামর্শ দিয়েছে।

প্রধান রাজনৈতিক দল বিএনপি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে। ২০২৫ সালের জুনের মধ্যে নির্বাচনের জন্য সমমনা দলগুলোর সঙ্গে দলটি সিরিজ বৈঠক শুরু করেছে। এই বাস্তবতায় নির্বাচনের সময়সূচি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও ডিসেম্বরকে টার্গেট করে এগোচ্ছে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন।

নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, ২০২৫ সালের ডিসেম্বরকে ধরেই আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। রোডম্যাপ ঘোষণার কার্যক্রমও চলছে। আশা করি, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করতে পারব।

গত বুধবার দেশের ১০ অঞ্চল ও ৬৪ জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে অনুষ্ঠিত বৈঠকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। তিনি বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন করার সম্ভাব্য ডেডলাইন। তাই চলমান কর্মযজ্ঞ সমুন্নত রাখতে যার ওপর যে দায়িত্ব অর্পণ করা আছে, সেগুলো সঠিকভাবে এবং যথাযথভাবে পালন করতে হবে।

তিনি আরও বলেন, এই নির্বাচনের প্রস্তুতি নিতে গিয়ে মাঠ পর্যায়ে কেউ বাধার সম্মুখীন হতে পারেন। যদি কেউ এ ধরনের সংকটে পড়েন, তাহলে তাৎক্ষণিক আমাদের জানাবেন। আমরা আইন ও বিধির আলোকে তা দ্রুত সমাধানের চেষ্টা করব।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন