জাহাজে সাত খুন: ৭ দিনের রিমান্ডে গ্রেপ্তার ইরফান
![Icon](https://www.jugerchinta24.net/uploads/settings/iconicon-2-1716039510.jpg)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ পিএম
![জাহাজে সাত খুন: ৭ দিনের রিমান্ডে গ্রেপ্তার ইরফান](https://www.jugerchinta24.net/uploads/2024/12/online/photos/Untitled-676c1b60a89d2.jpg)
চাঁদপুরে মেঘনা নদীতে সারবাহী কার্গো জাহাজ এমভি আল-বাখেরার ৭ জন স্টাফকে হত্যার ঘটনায় আকাশ মণ্ডল ওরফে ইরফানকে ৭ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযুক্ত আকাশ মণ্ডলকে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিকের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নৌপুলিশের পরিদর্শক মো. কালাম খান। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন এপিপি অ্যাড. শরীফ মাহমুদ সায়েম, এপিপি অ্যাড. মাসুদ প্রধানীয়া, এপিপি অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, এপিপি অ্যাড. শাহজাহান খান, আইনজীবী অ্যাড. শামিম হোসেন, অ্যাড. মিল্টন, অ্যাড. তোফায়েল।
এর আগে, আকাশ মণ্ডল ওরফে ইরফানকে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-১১-এর সদস্যরা।
এই ঘটনায় মঙ্গলবার রাতে হাইমচর থানায় অজ্ঞাত ‘‘ডাকাত দলের’’ বিরুদ্ধে মামলা করেন জাহাজের মালিক মাহাবুব মোর্শেদ। মামলার এজাহারে আকাশ মণ্ডল ওরফে ইরফানের নাম উল্লেখ করা হয়। আহত জুয়েল জানিয়েছেন, জাহাজে নবম ব্যক্তি হিসেবে ইরফানও উপস্থিত ছিল।