Logo
Logo
×

জাতীয়

তের বছর পর দেশে আসছেন কায়কোবাদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ পিএম

তের বছর পর দেশে আসছেন কায়কোবাদ

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন।

আগামী শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় সৌদি আরব থেকে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন এই জনপ্রিয় নেতা।

কায়কোবাদের এই প্রত্যাবর্তন উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলায় উদ্দীপনার জোয়ার বইছে। তার দেশে ফেরাকে কেন্দ্র করে মাসব্যাপী নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। মুরাদনগরের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে আয়োজন করা হয়েছে দোয়া মাহফিল ও মিলাদ। স্থানীয় বিএনপি, ছাত্র-জনতা, পেশাজীবী, আলেম-ওলামাসহ বিভিন্ন পেশার মানুষ তাকে স্বাগত জানাতে উদগ্রীব।

বিমানবন্দরে কায়কোবাদকে বরণ করতে মুরাদনগর উপজেলা থেকে প্রায় ৪০০ বাস ও ২ হাজার মাইক্রোবাসে করে লাখো মানুষ ঢাকায় আসবেন বলে জানা গেছে। ইতোমধ্যে বিভিন্ন সংগঠন ব্যানার-ফেস্টুনসহ প্রস্তুতি সম্পন্ন করেছে।

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন জানান, দীর্ঘদিন দেশের বাইরে থাকা এই প্রিয় নেতা তার মাতৃভূমিতে ফিরে আসছেন, যা পুরো উপজেলায় উৎসবের আবহ তৈরি করেছে। তিনি বলেন, "তার জনপ্রিয়তা দেখে শাসকদল নানান ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। তবে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।"

একই সময়ে বিপুল সংখ্যক যানবাহনের কারণে সড়কে যানজটের শঙ্কা থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে স্থানীয় স্বেচ্ছাসেবক দল কাজ করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের সহযোগিতাও কামনা করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন