Logo
Logo
×

জাতীয়

শেখ হাসিনার দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়ার পরই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ পিএম

শেখ হাসিনার দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়ার পরই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সচিবালয়ের অগ্নিকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়ার পরই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ৮৮ এসএসসি ব্যাচ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, গণতন্ত্রবিরোধী শক্তি এবং পতিত স্বৈরাচারের দোসররা এখনো বিভিন্ন উপায়ে কাজ করছে। একটির পর একটি ঘটনা সারা দেশের মানুষকে ভাবিয়ে তুলছে, আতঙ্কিত করছে। সচিবালয় একটি সরকারি দপ্তর, যেখানে আগুনে অনেক ফাইল ভস্মীভূত হয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বিতর্কিত দুর্নীতিবাজ সাবেক কেবিনেট সচিবের ফাইলও পুড়ে গেছে, যার নামে তদন্ত চলছে। এটি রহস্যজনক।

তিনি আরও বলেন, সারা দেশের মানুষ সন্দেহ পোষণ করছে। কারণ বুধবার শেখ হাসিনার নিকটজনদের বেশ কিছু ফাইল তলব করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। এর ফলেই সচিবালয়ে এই ধরনের ঘটনা ঘটেছে। এসব ঘটনা বিচ্ছিন্ন নয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন