Logo
Logo
×

জাতীয়

জবিতে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের মশাল মিছিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:২৩ পিএম

জবিতে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের মশাল মিছিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে ‘মাইম্যান, সিন্ডিকেট, ছাত্রলীগ নিয়ে পকেট কমিটি’ আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছেন শাখা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে ক্যাম্পাসে মশাল মিছিল শেষে তারা বিক্ষোভ করেন।

আন্দোলনকারী নেতাকর্মীরা অভিযোগ করেন, যারা আন্দোলন সংগ্রামে নিজেদের জীবনকে উপেক্ষা করে দলীয় কর্মসূচি বাস্তবায়ন করেছে, তাদের উপেক্ষা করে কমিটি গঠন করা হয়েছে। সেন্ট্রাল সভাপতি-সেক্রেটারি সরাসরি তাদের অনুসারীদেরকেই কমিটিতে রেখেছেন। বাকিরা দলের প্রতি আনুগত্য ও পরীক্ষিত হলেও তাদের বাদ দেওয়া হয়েছে।

বিক্ষোভকারী আতিকুর রহমান তানজিল বলেন, ফ্যাসিবাদী শক্তির মোকাবিলায় সম্মুখে থাকা ও দলের প্রতি আনুগত্যশীলদের বাদ দিয়ে বৈষম্যমূলক কমিটি দিয়েছে জবি ছাত্রদল। তারেক রহমানের নির্দেশনা ছিল মিছিলের শেষ ছেলেটাও যেন একটা পরিচয় পায়, কিন্তু সেই নির্দেশনা মানা হয়নি। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি।

শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ বলেন, কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিবের অনুসারীদেরই রাখা হয়েছে। আমাদের বাদ দেওয়া হয়েছে কারণ আমরা সেন্ট্রাল সভা-সেক্রেটারির মাইম্যান না। এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ৯ম ও ১১তম ব্যাচের কাউকে রাখা হয়নি। এটা স্পষ্ট বৈষম্য। প্রয়োজনে কমিটিতে পদ সংখ্যা বাড়ানো যেত।

বিক্ষোভে শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাত পাটোয়ারী, জাফর মাহমুদ, ইমরান মোল্লা, হান্নান মাহমুদ, মহব্বত হোসেন বাবু, শাহাদাত হোসেন, নিবিড় মুন্সি, রাজু আহম্মেদ, আহসান মল্লিক, তুষার পাল, আহমেদ কাউসার আকাশ, মিয়া রাসেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন