Logo
Logo
×

জাতীয়

সারাদেশে গ্যাস সরবরাহ হ্রাস পাবে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ পিএম

সারাদেশে গ্যাস সরবরাহ হ্রাস পাবে

ছবি : সংগৃহীত

দেশীয় গ্যাসক্ষেত্রে উৎপাদনের পাশাপাশি কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুটি টার্মিনালের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করা হয়। দেশের শিল্প-কারখানা ও আবাসিক খাতের গ্রাহকরা নিয়মিত গ্যাস সংকটে ভুগছে।

চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি থাকায় গ্যাস সংকট দেখা দিচ্ছে। এর মধ্যে একটি টার্মিনাল মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বুধবার (১ জানুয়ারি) থেকে টানা তিন দিন বন্ধ থাকবে, যা দেশব্যাপী গ্যাস সংকটকে আরও প্রকট করবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পেট্রোবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত এক্সিলারেট এনার্জি পরিচালিত টার্মিনাল থেকে ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় অন্য টার্মিনাল থেকে দিনে ৫৭ থেকে ৫৮ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে, ফলে ১৫ থেকে ১৮ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাবে।

এর ফলে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। দেশে দিনে গ্যাসের চাহিদা ৪০০ কোটি ঘনফুট, যার মধ্যে সর্বোচ্চ ৩০০ কোটি ঘনফুট সরবরাহ করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) থেকে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত পেট্রোবাংলার দৈনিক গ্যাস উৎপাদন ও সরবরাহ প্রতিবেদনে বলা হয়েছে, দিনে ২৭৬ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে, যার মধ্যে ৮৩ কোটি ঘনফুট এলএনজি থেকে এসেছে। একারণে একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকলে গ্যাস সরবরাহ ২০ কোটি ঘনফুটের বেশি কমতে পারে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ। গ্যাস বিতরণ সংস্থাগুলোও বিজ্ঞপ্তি দিয়ে দুঃখ প্রকাশ করেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন