Logo
Logo
×

জাতীয়

মেট্রোরেল চলাচল ৩০ মিনিটের জন্য বন্ধ ছিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৪:২০ পিএম

মেট্রোরেল চলাচল ৩০ মিনিটের জন্য বন্ধ ছিল

মেট্রোরেল চলাচল ৩০ মিনিটের জন্য বন্ধ ছিল বলে জানিয়েছে ডিএমটিএল। ছবি : সংগৃহীত

বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল চলাচল ৩০ মিনিটের জন্য বন্ধ ছিল বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিএল)।

রোববার (৭ জুলাই) দুপুরে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

ডিএমটিসিএল প্রথমে জানিয়েছে, 'দুপুর ১৪:২৭ মিনিট (২টা ২৭) থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। পরবর্তীতে চালু হলে জানানো হবে।'

এর ঠিক ৩০ মিনিট পরে প্রতিষ্ঠানটি জানায়, 'বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ায় মেট্রোরেল নিয়মিত চলাচল শুরু করেছে।'

এদিকে তাদের পোস্টের নিচে বেশকিছু মন্তব্য করেছেন ব্যবহারকারীরা। তাদের একজন মাকসুদা রিনা লিখেছেন, 'নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থার কি হয়েছে?', হাবিব ওয়াহিদ লিখেছেন, 'সেই সময় আমি ছিলাম ট্রেনের ভিতর অনেক ভোগান্তি পোহাতে হয়েছে'।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন