Logo
Logo
×

জাতীয়

সচিবালয় গেটে শির্ক্ষাথীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৬:২৩ পিএম

সচিবালয় গেটে শির্ক্ষাথীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি

বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেইটের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। সেখানে ৩০ মিনিট অবস্থানের পর তারা শিক্ষা ভবনের দিকে চলে যান।

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ের ভেতর প্রবেশ করেন। তাদের সাক্ষাতের সময় বিকেল সাড়ে ৪টায় নির্ধারিত ছিল।

বাইরে অপেক্ষারত শতাধিক শিক্ষার্থী পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে পুলিশ লাঠিচার্জ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন