Logo
Logo
×

জাতীয়

বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধদের মুক্তির দাবিতে শাহবাগ অবরোধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৪:০২ পিএম

বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধদের মুক্তির দাবিতে শাহবাগ অবরোধ

বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধদের মুক্তির দাবিতে শাহবাগ অবরোধ

বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত, কারাগারে থাকা বন্দিদের মুক্তি, এবং ন্যায়বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছেন চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্য ও তাদের স্বজনরা। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটে ‘শাহবাগ অবরোধ’ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীদের অনেকেই রাস্তায় বসে বা শুয়ে প্রতিবাদ জানান, যা শাহবাগ এলাকার যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি করেছে। 

আন্দোলনকারীদের দাবিগুলো হলো, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের মামলায় কারাগারে থাকা সব বন্দির মুক্তি দিতে হবে, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও পুনর্বাসন করতে হবে এবং এ-সংক্রান্ত প্রজ্ঞাপনের ‘ঙ’ অনুচ্ছেদ বাতিল করতে হবে।

এর আগে, আন্দোলনকারীরা সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা জানান, শহীদ মিনারে অবস্থান তাদের মূল কর্মসূচি, এবং ১ ঘণ্টা শাহবাগ অবরোধ শেষে তারা আবার শহীদ মিনারে ফিরে যাবেন। 

মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসার পথে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে থামানোর চেষ্টা করলেও তারা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন। 

আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিডিআর হত্যা মামলার বিচার প্রক্রিয়া বারবার স্থানান্তরের মাধ্যমে বিলম্বিত করা হচ্ছে। দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। 

আন্দোলনকারীরা বিডিআর হত্যাকাণ্ডকে একটি পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেন। তারা বলেন, বিডিআর সদস্যরা দেশবিরোধী ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কারাবন্দী সদস্যদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের জন্য আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন