ফের রিমান্ডে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১১:১০ পিএম
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্কুলছাত্র রোমান মিয়া হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন জানান, ৫ আগস্ট সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় দশম শ্রেণির ছাত্র রোমান। এ ঘটনায় ২১ আগস্ট রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের খালা রিনা বেগম, যেখানে আসামি হিসেবে নাম উল্লেখ করা হয় গোলাম দস্তগীর গাজীর।
আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, এই মামলায় পুলিশ আদালতে আসামির সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২৫ আগস্ট রাজধানীর একটি বাসা থেকে গ্রেপ্তার হন গোলাম দস্তগীর গাজী। তিনি নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন এবং এর আগেও একাধিক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হয়েছে তাকে।