Logo
Logo
×

জাতীয়

সীমান্ত প‌রি‌স্থি‌তি কেন্দ্র করে ভারতীয় হাইক‌মিশনারকে তলব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৫:৩৮ পিএম

সীমান্ত প‌রি‌স্থি‌তি কেন্দ্র করে ভারতীয় হাইক‌মিশনারকে তলব

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় উত্তেজনার পর ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। রোববার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মন্ত্রণালয়ে উপস্থিত হন। বৈঠক শেষে প্রণয় ভার্মা গণমাধ্যমের সাথে আলাপ করেন।  

তিনি বলেন, সীমান্তকে অপরাধমুক্ত করতে এবং চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে পররাষ্ট্র সচিবের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সমঝোতা রয়েছে। বিজিবি ও বিএসএফের মধ্যেও এ বিষয়ে নিয়মিত আলোচনা হয়। তিনি সীমান্তের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতাপূর্ণ মনোভাবের আশা প্রকাশ করেন।  

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি, এবং স্থানীয় বাসিন্দারাও প্রতিবাদে যোগ দেন। ভারতীয় দিক থেকে বিএসএফের সমর্থনে ভারতীয় নাগরিকরাও উপস্থিত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।  

মালদা জেলার শুকদেবপুর সীমান্তে বিএসএফ ইতোমধ্যে দেড় কিলোমিটার কাঁটাতারের বেড়া এবং বাঙ্কার নির্মাণ করেছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ সরকার ভারতীয় হাইকমিশনারকে ডেকে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা করে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন