Logo
Logo
×

জাতীয়

ইসলামী ব্যাংকের ৩৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতি, বাংলাদেশ ব্যাংককে দুদকের চিঠি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৪:৩২ পিএম

ইসলামী ব্যাংকের ৩৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতি, বাংলাদেশ ব্যাংককে দুদকের চিঠি

ইসলামী ব্যাংকের ৩৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতি, বাংলাদেশ ব্যাংককে দুদকের চিঠি

ইসলামী ব্যাংকের আলোচিত ৩ হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আলোচিত ওই ঋণ কেলেঙ্কারির তথ্য জানতে এই চিঠি পাঠানো হয়েছে। দুদকের একটি সূত্রে এই তথ্য জানা গেছে। 

সূত্রে আরো জানা গেছে, ইসলামী ব্যাংকের তিন হাজার ৩০০ কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় বাংলাদেশ ব্যাংকসহ নাবিল গ্রুপের ১১টি কোম্পানিকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তেমনি একটি প্রতিষ্ঠান নাবিল গ্রুপ, যাদের পিওন থেকে শুরু করে বেশ কয়েকজন কর্মচারীর নামে কাগুজে প্রতিষ্ঠান বানিয়ে হাজার হাজার কোটি টাকা ঋণ দেয়া হয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ব্যাংক থেকে নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে জামায়াত-শিবির চক্র। ২০১৭ সালে নতুন পরিচালনা পর্ষদ আসার পরও তা বন্ধ হয়নি। দেশের সবচেয়ে ভালো ব্যাংক হিসেবে পরিচিতি ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। 

অন্য ব্যাংককে স্বল্প মেয়াদে নিয়মিত ধার দিত এই ব্যাংক। কিন্তু ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের নামে বড় অঙ্কের ঋণ দেয়ার ঘটনা ২০২২ সালে জানতে পারে বাংলাদেশ ব্যাংক। গণমাধ্যমেও তখন এ নিয়ে বিভিন্ন খবর প্রকাশিত হওয়ায় সারাদেশে আলোচনার জন্ম দেয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন