ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুল আলমকে আটকের গুঞ্জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১১:৩২ পিএম
ছবি : সংগৃহীত
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাইফুল আলমকে আটকের খবর ছড়িয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় তার বাসা থেকে ডিজিএফআই-এর একটি দল তাকে আটক করেছে বলে জানা গেছে।
সাইফুল আলমের বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ রয়েছে। পাশাপাশি তাকে শেখ হাসিনার গুম-খুনের প্রত্যক্ষ সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে তাকে গ্রেপ্তার করা হবে নাকি শুধু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে, এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও সম্প্রতি সাইফুল আলমের বিরুদ্ধে গুমের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
গত ১১ সেপ্টেম্বর সেনাবাহিনী সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল। দেশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল এবং ১১ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া, গত ৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাইফুল আলম এবং তার স্ত্রী লুবনা আফরোজের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেয়। একইসঙ্গে তাদের সন্তান এবং মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।