পুনর্বহালের দাবিতে আমরণ অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:৫০ পিএম
চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল থেকে সচিবালয়ের ১নম্বর গেটের বিপরীতে উসমানী উদ্যান সংলগ্ন রাস্তায় অবস্থান নিয়ে অনশন শুরু করেন তারা।
অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইদের দাবি, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত এই আমরণ কর্মসূচি চালিয়ে যাবেন। এ সময় কয়েকজনকে কাফনের কাপড় পরেও অবস্থান করতে দেখা যায়।
আন্দোলনরতরা জানান, আমরণ অনশন কর্মসূচি ঘোষণার পর রাতে স্বরাষ্ট্র সচিবের সাথে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করলেও চাকরিতে পুনর্বহালের আশ্বাস মেলেনি। সেজন্য তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এর আগে, সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আমরণ অনশনের ঘোষণা দেন তারা।