Logo
Logo
×

জাতীয়

সাড়ে তিন লাখ মসজিদের ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিন পাবেন ভাতা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:১১ এএম

সাড়ে তিন লাখ মসজিদের ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিন পাবেন ভাতা

ছবি : সংগৃহীত

দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের ১৭ লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন ও খাদেমকে সম্মানী ভাতা প্রদানের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইমাম-মুয়াজ্জিনদের পাশাপাশি মসজিদের খাদেমদেরও এই সম্মানী ভাতা প্রদান করা হবে। তারা নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় এই ভাতা পাবেন।

প্রথম ধাপে দেশের মোট মসজিদের ১০ শতাংশ অন্তর্ভুক্ত করা হবে। ধীরে ধীরে বাকি মসজিদগুলোকেও এই কর্মসূচির আওতায় আনা হবে। প্রাথমিকভাবে ইমামদের পাঁচ হাজার টাকা, মুয়াজ্জিনদের চার হাজার টাকা এবং খাদেমদের তিন হাজার টাকা করে ভাতা দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারাদেশের মসজিদগুলোর তালিকা প্রণয়নের জন্য গত মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন (ইফা) সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে, যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ইফার সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন।

কমিটি গঠনের অফিস আদেশে বলা হয়েছে, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০০৬ যুগোপযোগী করা এবং জেলা প্রশাসক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে। এ পরিপ্রেক্ষিতে তাদের তালিকা তৈরি করতে এই কমিটি গঠন করা হয়েছে।

ইফার সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ‘সারাদেশে অন্তত সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে। এসব মসজিদে ১৭ লাখের বেশি ইমাম ও মুয়াজ্জিন রয়েছেন। এর বাইরে শহরের মসজিদগুলোতে খাদেম রয়েছেন। প্রথম দফায় দেশের ১০ শতাংশ মসজিদে এ কর্মসূচি চালু হবে এবং পরে ধাপে ধাপে সব মসজিদ এর আওতায় আসবে। কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদকে ১২ হাজার করে টাকা দেয়া হবে। একইভাবে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ ভাতার আওতায় আসবেন।’

আগের জেলা প্রশাসক সম্মেলনের ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত কর্ম অধিবেশন শেষে মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন বলেছিলেন, ‘প্রতিটি জেলায় ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত অন্যদের তালিকা প্রস্তুত করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে।’

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তৎকালীন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান উল্লেখ করেন যে, প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের আওতায় একজন ইমাম, একজন মুয়াজ্জিন ও একজন খাদেমকে সম্মানীর ভিত্তিতে পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হচ্ছে। মন্ত্রী আরও জানান, ৫৬৪টি মডেল মসজিদের জন্য রাজস্ব খাতে পদ সৃজনের একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদিত হলে, নিয়োগপ্রাপ্তদের বেতন-ভাতা রাজস্ব খাতভুক্ত বেতন স্কেলের মাধ্যমে প্রদান করা হবে।

বর্তমানে সারাদেশে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে ৪৯ হাজার ৭১৯ জন ইমাম ও মুয়াজ্জিন কর্মরত রয়েছেন। তাদেরকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা হারে সম্মানী প্রদান করা হয়। দেশের ৬৪ জেলায় প্রায় সাড়ে তিন লাখ মসজিদে ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিন কর্মরত রয়েছেন। এরমধ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, আন্দরকিল্লা শাহি জামে মসজিদ এবং জমিয়াতুল ফালাহ মসজিদে তিনজন খতিব, ছয়জন পেশ ইমাম ও ছয়জন মুয়াজ্জিনের বেতন-ভাতা রাজস্ব খাতভুক্ত।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন