Logo
Logo
×

জাতীয়

ওষুধের ওপর ভ্যাট কমানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:৫১ পিএম

ওষুধের ওপর ভ্যাট কমানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, ওষুধের উপর যে সামান্য ভ্যাট আরোপ করা হয়েছে তা কমানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে। তিনি শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন খাতে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। তবে, ওষুধের ক্ষেত্রে এই বৃদ্ধি নিয়ে প্রথমেই আলোচনা হয়েছে এবং অর্থ মন্ত্রণালয় এই বিষয়ে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেছেন।

নূরজাহান বেগম আরও জানান যে, স্বাস্থ্য খাতে বিদ্যমান সংকট নিরসনের জন্য কাজ চলছে এবং সংস্কার কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় সংস্কারগুলো করা হবে। 

এর আগে, আন্দোলনে যারা আহত, নিহত হয়েছেন এবং গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা প্রদানের জন্য যারা অবদান রেখেছেন, তাদের ত্যাগকে সবসময় স্মরণ করার আহ্বান জানান তিনি। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান। এছাড়াও কলেজটির বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, ওসমানী হাসপাতালের পরিচালক, উপপরিচালক এবং বিভাগীয় ও জেলার স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন