Logo
Logo
×

জাতীয়

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:০১ পিএম

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ছবি : সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর মোট ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের জন্য ৬০ হাজার ৯৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ১৯টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে ১ লাখ ৩৫ হাজার ৬৬৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পাসের হার ও ফলাফল বিশ্লেষণ:

মোট উত্তীর্ণ পরীক্ষার্থী: ৬০ হাজার ৯৫ জন।

পাসের হার: ৪৫.৬২ শতাংশ।

ছেলে পরীক্ষার্থী উত্তীর্ণ: ২২ হাজার ১৫৯ জন (৩৬.৮৭ শতাংশ)।

মেয়ে পরীক্ষার্থী উত্তীর্ণ: ৩৭ হাজার ৯৩৬ জন (৬৩.১৩ শতাংশ)।

সর্বোচ্চ নম্বর: ৯০.৭৫।

মেডিকেল কলেজের আসন সংখ্যা:

সরকারি মেডিকেল কলেজ: ৩৭টি, আসন সংখ্যা ৫ হাজার ৩৮০। অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজ: ৬৭টি, আসন সংখ্যা ৬ হাজার ২৯৩। মোট ১১ হাজার ৬৭৩টি আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য প্রায় ২৫ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এবছর পাস নম্বর নির্ধারিত ছিল ৪০। ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিকিৎসা পেশায় প্রবেশের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন