Logo
Logo
×

জাতীয়

টিকা না পেয়ে পান্থপথে প্রবাসীদের সড়ক অবরোধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১২:১০ পিএম

টিকা না পেয়ে পান্থপথে প্রবাসীদের সড়ক অবরোধ

ছবি : সংগৃহীত

রাজধানীর পান্থপথ এলাকায় টিকা না পাওয়ার অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে প্রায় ৩০০ জন প্রবাসী স্কয়ার হাসপাতালের সামনে এ বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

বিক্ষোভকারীদের অধিকাংশই সৌদি আরবগামী প্রবাসী, যাদের মধ্যে ওমরাহ যাত্রীও রয়েছেন। জানা গেছে, তারা বিভিন্ন হাসপাতালে মেনিনজাইটিসসহ প্রয়োজনীয় টিকা নিতে যান। কিন্তু সেসব হাসপাতালে টিকা না পেয়ে তাদের স্কয়ার হাসপাতালে যেতে বলা হয়।

স্কয়ার হাসপাতালে গিয়ে তারা জানতে পারেন, এখানে প্রতিদিন মাত্র ১০ থেকে ১৫টি টিকা দেওয়া হয় এবং বর্তমানে টিকা মজুদ নেই। এতে ক্ষুব্ধ হয়ে তারা সড়কে নেমে আসেন।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. জুবায়ের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, “বিক্ষোভকারীদের মধ্যে বেশিরভাগই সৌদি আরবগামী প্রবাসী। এ ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রবাসী ও ওমরাহ যাত্রীরাও রয়েছেন। সবাই টিকা না পাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করছেন।”

উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরব সরকার হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছে। এ নির্দেশনা কার্যকর হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম সোমবার (২০ জানুয়ারি) দেশের সব এয়ারলাইনস এবং সংশ্লিষ্ট পক্ষকে এ বিষয়ে চিঠি দেন।

বিক্ষোভকারীরা দ্রুত টিকার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন