Logo
Logo
×

জাতীয়

আন্দোলনে নামা বিদেশগামী কর্মীরা যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১২:৩১ পিএম

আন্দোলনে নামা বিদেশগামী কর্মীরা যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে

ছবি: সংগৃহীত

মালয়েশিয়াগামী কর্মীদের বিক্ষোভ বুধবার (২২ জানুয়ারি) দুপুরে কারওয়ান বাজার থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হয়েছে। তাদের পেছনে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মিছিলের কারণে কারওয়ান বাজার থেকে শাহবাগগামী রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটে। আন্দোলনকারীরা মিছিলে স্লোগান দিতে থাকেন, "এক দফা এক দাবি, মালয়েশিয়া যেতে চাই, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও।"

শ্রমিকদের দাবি, নির্ধারিত সময়ে মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা জমা দেওয়া হলেও তারা যেতে পারেননি। এছাড়া, রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে অর্থ ফেরত না পাওয়ায় তারা ক্ষুব্ধ। তাদের দাবি, মালয়েশিয়ায় যাওয়ার উপযুক্ত ব্যবস্থা করা হোক বা অন্তত তাদের অর্থ ফেরত দেওয়া হোক।

বুধবার সকাল ৯টা থেকে আন্দোলনকারীরা কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেন। এ সময় কয়েকজন কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়েন। তাদের বিক্ষোভে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে এলাকায় যানজট তৈরি হয়। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

আন্দোলনের নেতৃত্বদানকারী মাঈন উদ্দীন বলেন, "আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। চেয়েছিলাম, আমাদের দাবি শুনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু পুলিশ আমাদের জোর করে সরিয়ে দেয়।"

তেজগাঁও জোনের ডিসি মোহাম্মদ ইবনে মিজান বলেন, "সকাল থেকে তারা এখানে অবস্থান করছিলেন। আমরা অনুরোধ করেছিলাম রাস্তা ছেড়ে দিতে, কারণ এই রাস্তায় অনেক হাসপাতাল ও ক্লিনিকের যাতায়াত রয়েছে। কিন্তু তারা রাজি না হওয়ায়, বাধ্য হয়ে আমরা তাদের রাস্তার ধারে সরিয়ে দিয়েছি।"

এরপর আন্দোলনকারীরা মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করার উদ্দেশ্যে অগ্রসর হন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন