সরকার আশ্বাস না দিলে আন্দোলন থেকে সরে আসবেন না আন্দোলনকারীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৩:৫০ পিএম
ছবি: সংগৃহীত
লাখ লাখ টাকা জমা দিয়েও মালয়েশিয়া যেতে না পারার অভিযোগে আন্দোলন করছেন একদল বিদেশগামী কর্মী। আন্দোলনকারীদের দাবি, প্রায় ১৮ হাজার লোক বিভিন্ন এজেন্সিকে টাকা প্রদান করলেও তাদের মালয়েশিয়া পাঠানোর কোনো ব্যবস্থা করা হয়নি। তাই তারা সরকারের পক্ষ থেকে আশ্বাস না পেলে আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না।
বুধবার (আজ) দুপুর দেড়টায় প্রবাসী কল্যাণ ভবনের সামনে রাস্তা অবরোধ করে আন্দোলনে অংশ নেন তারা।
অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা ঘোষণা দেন, সরকার আশ্বাস দিলে তারা রাস্তা ছেড়ে চলে যাবেন। তবে আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এ সময় ভুক্তভোগী মো. সাব্বির মাইকে ঘোষণা দিয়ে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে টাকা দিয়ে অপেক্ষা করছি, কিন্তু মালয়েশিয়ায় যাওয়ার কোনো ব্যবস্থা করা হচ্ছে না। এজেন্সিগুলো টালবাহানা করছে। তাই আমরা রাস্তায় নেমেছি। সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের মালয়েশিয়ায় যাওয়ার ব্যবস্থা করুন। সরকারের পক্ষ থেকে আশ্বাস পেলে আমরা রাস্তা ছেড়ে চলে যাব, অন্যথায় আন্দোলন চালিয়ে যাব।”
তিনি আরও বলেন, “আমাদের দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি আমাদের সঙ্গে কথা বলুক।”
আন্দোলনকারীদের চার দফা দাবি- ২০২৪ সালের ৩১ মে সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া যেতে না পারা ২০-৩০ হাজার কর্মীকে যেকোনো মূল্যে সেখানে পাঠানোর ব্যবস্থা করতে হবে, আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে আটকে পড়া, সকল কর্মীকে মালয়েশিয়ায় নিয়ে যেতে হবে, এজেন্সিগুলোর টালবাহানা বন্ধ করে দ্রুত ব্যবস্থা নিতে হবে, মালয়েশিয়ায় যাওয়ার প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে সরকারি উদ্যোগ নিশ্চিত করতে হবে।
এর আগে সকাল থেকে আন্দোলনকারীরা রাজধানীর কারওয়ান বাজারে অবস্থান নিয়ে প্রতিবাদ করছিলেন। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিলে তারা মিছিলসহ প্রবাসী কল্যাণ ভবনের সামনে এসে রাস্তা অবরোধ করেন।