Logo
Logo
×

জাতীয়

শুরায়ী নেজামের অধীনে টঙ্গী বিশ্ব ইজতেমা : বাংলাদেশ ওলামা মাশায়েখ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১১:৪০ পিএম

শুরায়ী নেজামের অধীনে টঙ্গী বিশ্ব ইজতেমা : বাংলাদেশ ওলামা মাশায়েখ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ওলামা মাশায়েখ জানিয়েছে, আসন্ন টঙ্গী বিশ্ব ইজতেমা শুরায়ী নেজামের অধীনেই দুই পর্বে অনুষ্ঠিত হবে। সংগঠনটি আরও জানিয়েছে, পূর্ব ঘোষিত ওলামা সম্মেলন স্থগিত করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত একটি মাদরাসায় ওলামা মাশায়েখ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠক থেকে পূর্ব ঘোষিত ২৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ওলামা সম্মেলন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ওলামা মাশায়েখ বাংলাদেশ জানিয়েছে, আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং দেশ-বিদেশের অতিথিদের সুষ্ঠুভাবে অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তারা আরও জানিয়েছে, শুরায়ী নেজামের মুরব্বিদের তত্ত্বাবধানে আসন্ন বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। বিদেশি মেহমানরা ইতোমধ্যে ইজতেমার উদ্দেশে বাংলাদেশে আসতে শুরু করেছেন। সারাদেশ থেকে দাওয়াত ও তাবলীগের সাথীরা এবং দ্বীন দরদী অসংখ্য মুসল্লি ইজতেমায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবারের ইজতেমায় কাজ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ময়দানে মাঠ প্রস্তুতির কাজ করে যাচ্ছে তাবলীগের সাথী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

মুফতি কেফাতুল্লাহ আজহারী বলেন, আমরা দেশবাসীসহ বিশ্ববাসীকে আসন্ন বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করে দ্বীন ও দুনিয়ার সমূহ কল্যাণ হাসিল করার আহ্বান জানাচ্ছি। বিশ্ব ইজতেমার এই আয়োজন যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, এ জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

আল্লামা উবাইদুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মুফতি আরশাদ রহমানী, মাওলানা মাহফুজুল হক, মুফতি নাজমুল হাসান কাসেমী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মুফতি কেফায়েত উল্লাহ আজহারী, মাওলানা লোকমান মাযহারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন