৭ কলেজ শিক্ষার্থীদের সমর্থনে হল ছেড়ে মূল সড়কে ইডেন শিক্ষার্থীরা
যুগেরচিন্তা২৪ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০১:৩২ এএম
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা হল ছেড়ে মূল সড়কে নেমে আসেন। এ সময় তারা ঢাবি শিক্ষার্থীদের উদ্দেশে 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে থাকেন। কলেজ প্রশাসন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাদের প্রতিও ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা।
রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর নীলক্ষেত মোড় ও ইডেন মহিলা কলেজ এলাকায় এই চিত্র দেখা যায়।
ইডেন কলেজের শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যায়ভাবে সাত কলেজের শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এমনকি তারা সাত কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটকে রেখেছে বলেও শোনা যাচ্ছে। তাই আমরা আমাদের ভাইদের সহযোগিতার জন্য বের হয়েছি। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ইডেন শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করলেও তাতে সফল হচ্ছিলেন না।
শারমিন আক্তার নামের এক শিক্ষার্থী বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আমাদের ক্যাম্পাসের সামনে পর্যন্ত চলে এসেছে। এরকম দুঃসাহস তারা কেন দেখাবে? কেন তারা আমাদের ভাইদের মারধর করবে? আমরা এর উপযুক্ত বিচার চাই। আমরা আমাদের ভাইদের সহযোগিতার জন্য নীলক্ষেত মোড়ে যাব। কেউ বাধা দিলে পরিণাম ভয়াবহ হবে।"
আরেক শিক্ষার্থী আইরিন সুলতানা বলেন, "একটি যৌক্তিক আন্দোলনে কেন হামলা হবে? আমরা এর জবাব চাই। যতোক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীদের বিচার না করা হবে, ইডেন কলেজের মেয়েরা হলে ফিরে যাবে না। আমাদের সঙ্গে বদরুন্নেসার মেয়েরাও আছে।"