Logo
Logo
×

জাতীয়

সব শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান ঢাবি উপ-উপাচার্যের

Icon

যুগেরচিন্তা২৪ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০১:৪৮ এএম

সব শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান ঢাবি উপ-উপাচার্যের

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে বারোটার পর একটি ৩৫ সেকেন্ডের ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

উপ-উপাচার্য বলেন, "গতকাল সন্ধ্যায় ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আমার অফিসে আলোচনার পর রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে, তা দুঃখজনক এবং এতে আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি যে, সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান হবে।"

তিনি আরও যোগ করেন, "এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, সব পক্ষকে ধৈর্য ধারণ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।"

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন