Logo
Logo
×

জাতীয়

২৪ ঘণ্টার মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আল্টিমেটাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৩:৪১ পিএম

২৪ ঘণ্টার মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আল্টিমেটাম

ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আল্টিমেটাম দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে দাবি পূরণ না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার হুমকি দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) শাহবাগের জাতীয় জাদুঘরের কাছে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এ আল্টিমেটাম দেওয়া হয়।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন এ সিদ্ধান্ত জানান। তিনি বলেন, অসহায় শিক্ষকদের উপর টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেডের প্রয়োগ কেন? ৫ আগস্টের পর টিয়ার গ্যাস নিষিদ্ধ করা হয়েছে। আগামী ১০ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেবেন কেন এই লাঠিচার্জ হলো, নাহলে শাহবাগ থানা ঘেরাও করা হবে। তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সচিবালয় ঘেরাও করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক আরও বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা কি এই লাঠিপেটা দেখেননি? পুলিশ কিভাবে এই লাঠিচার্জ করতে পারে?

আন্দোলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল হান্নান হোসেন জানান, গতকাল সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম তাদের সঙ্গে দেখা করেছে। তারা বলেছে আজকের মধ্যে মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছি। যদি আজকের মধ্যে মন্ত্রণালয় থেকে বিষয়টি সমাধান না হয়, তাহলে বড় আন্দোলনের ডাক আসতে পারে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন