Logo
Logo
×

জাতীয়

সরকারি সাত কলেজ নিয়ে উচ্চমানের বিশ্ববিদ্যালয় গঠন হবে : ঢাকা কলেজ অধ্যক্ষ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৫:৪৭ পিএম

সরকারি সাত কলেজ নিয়ে উচ্চমানের বিশ্ববিদ্যালয় গঠন হবে : ঢাকা কলেজ অধ্যক্ষ

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না সরকারি সাত কলেজ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজের ভর্তি পরীক্ষা নেবে না। সাত কলেজকে নিয়ে একটি নতুন ও উচ্চমানের বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।  

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে ঢাকা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ইলিয়াস এসব তথ্য জানান। এর আগে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।  

অধ্যক্ষ এ কে এম ইলিয়াস জানান, সাত কলেজের শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের মতামতের ভিত্তিতে একটি নতুন কাঠামো তৈরির কাজ চলছে। এই কাঠামোর আওতায় সাত কলেজের শিক্ষার্থীরা অধ্যয়ন করবে।  

তিনি বলেন, "অধিভুক্তির সময় সঠিকভাবে মূল্যায়ন কিংবা কোনো প্রজ্ঞাপন দেখতে পাইনি। তৎকালীন সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সমস্যার কারণেই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। তবে এখন নতুন কাঠামোতে কাজ শুরু হচ্ছে।"  

ছাত্রদের দাবির বিষয়ে তিনি বলেন, "ছয় দফা প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তবে সব দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সাত কলেজের শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে সন্তুষ্ট কিনা, তা নিয়ে আলোচনা করা হবে।"  

সোমবার বিকেল ৫টায় সাত কলেজের অভিভাবকরা শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবেন। এ বৈঠকের পর ছাত্রদের দাবির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।  

উল্লেখ্য, সরকারি সাত কলেজ ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছিল। তবে এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন ধরে অসন্তোষ দেখা দিয়েছিল, যা নতুন কাঠামো তৈরির উদ্যোগের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন