সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১০:২৪ পিএম

ছবি : সংগৃহীত
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং একাধিক হত্যা মামলায় অভিযুক্ত করে পুলিশ গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (অপরাধ) মজিদ আলী।
পুলিশ জানিয়েছে, নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন এবং পরপর দুই মেয়াদে সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। নুরুজ্জামান আহমেদ রংপুর নগরীর সেন্ট্রাল রোডের এক আত্মীয়ের বাসায় অবস্থান করছেন খবর পেয়ে পুলিশ বাসাটি ঘিরে ফেলে এবং তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় নিয়ে আসে।
পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।