Logo
Logo
×

জাতীয়

যুগের চিন্তা মাল্টিমিডিয়ার যাত্রা শুরু, সারাদেশে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৭ পিএম

যুগের চিন্তা মাল্টিমিডিয়ার যাত্রা শুরু, সারাদেশে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়

ভিডিও ও অনলাইন ভিত্তিক মাল্টিমিডিয়া সংবাদমাধ্যম ‘যুগেরচিন্তা টোয়েন্টিফোর ডট কম’ এর যাত্রা শুরু হলো।

রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ মাধ্যমটির নিজস্ব অফিসে শনিবার (১ ফেব্রয়ারি) দুপুরে কেক কেটে নবযাত্রার সূচনা করেন যুগের চিন্তা’র সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোরসালীন বাবলা। ভালো কাজের সঙ্গে থেকে এই মাল্টিমিডিয়ার প্রসার দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন- যুগের চিন্তা’র মিডিয়া পরিচালক তারেক মাহমুদ লাভলু, বার্তা সম্পাদক মো. জাহিদুজ্জামান, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার হেড অফ অনলাইন মো. ফরহাদ হোসেনসহ গণমাধ্যম কর্মীরা। 

সরকার অনুমোদিত যুগের চিন্তা টোয়েন্টিফোর ডট কম যেমন অনলাইনে সব ধরনের সংবাদ পরিবেশন করছে। তেমনি ভিডিও-অডিওসহ মাল্টিমিডিয়ার সব বিভাগে সংবাদভিত্তিক কাজ করছে। নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের চিন্তা একই পর্ষদ কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন