Logo
Logo
×

জাতীয়

লিবিয়া উপকূলে ভেসে এলো ২০ বাংলাদেশির লাশ!

Icon

যুগেরচিন্তা২৪ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ এএম

লিবিয়া উপকূলে ভেসে এলো ২০ বাংলাদেশির লাশ!

ছবি : সংগৃহীত

লিবিয়ার ভূমধ্যসাগরীয় উপকূল ব্রেগা থেকে ২০ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা বাংলাদেশি নাগরিক। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।

গত বৃহস্পতিবার দূতাবাসে ফেসবুক পেজে এক পোস্টে জানায়, ‘লিবিয়ার পূর্বাঞ্চলে ব্রেগা উপকূল থেকে বেশ কয়েকজন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে যাওয়ার পর মরদেহগুলো উপকূলে ভেসে আসে।’

দূতাবাস আরও জানায়, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া মরদেহের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

শনিবার দূতাবাস জানায়, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় রেড ক্রিসেন্টের ধারণা, তারা সবাই বাংলাদেশি নাগরিক। দূতাবাস ঘটনাস্থলে যাওয়ার অনুমতির অপেক্ষায় রয়েছে।

মরদেহগুলো পচন ধরতে থাকায় দ্রুত দাফন করা হয়েছে। দূতাবাস জানায়, মরদেহগুলোর সঙ্গে কোনো জাতীয়তা-সংক্রান্ত নথি পাওয়া যায়নি। ফলে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এগুলো ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাবিয়া এলাকায় দাফন করা হয়েছে।

ঘটনাটি লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের নিয়ন্ত্রিত এলাকায় ঘটেছে, যার প্রশাসনিক কেন্দ্র বেনগাজি। তবে বাংলাদেশ দূতাবাস এখনো ঘটনাস্থলে যাওয়ার অনুমতি পায়নি বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

এদিকে ব্র্যাকের মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, নিহতদের বেশিরভাগই মাদারীপুর ও শরীয়তপুর জেলার বাসিন্দা। এছাড়া, ভৈরবের কয়েকজনও রয়েছেন। তিনি বলেন, ‘আমার কাছে থাকা তথ্য অনুযায়ী, আরও তিনটি মরদেহ ভেসে আসতে পারে। নৌকায় অন্তত ২৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে দুই জন জীবিত থাকতে পারেন, তবে তাদের অবস্থান নিশ্চিত নয়। দুর্ঘটনা কীভাবে ঘটেছে, সেটাও স্পষ্ট নয়।’

তিনি আরও জানান, ২০২৪ সালে ভূমধ্যসাগর পাড়ি দিতে চাওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা ছিল সর্বাধিক। গত এক বছরে অন্তত ১৩,০৪৪ বাংলাদেশিকে এই বিপজ্জনক রুট ব্যবহার করতে দেখা গেছে।

লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস এখনো নিশ্চিত করতে পারেনি যে, এই নৌকাডুবিতে কতজন বাংলাদেশি মারা গেছেন। দূতাবাসের এক কর্মকর্তা জানান, ‘আমরা শুনেছি যে এই নৌকাডুবিতে বেশ কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছেন, তবে এখনো কোনো নিশ্চয়তা পাইনি। পরিস্থিতি অনুকূল হলে, দূতাবাসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্তকরণ ও প্রয়োজনে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করবে।’

দূতাবাস তাদের ফেসবুক পেজে আহ্বান জানিয়েছে, নিহত, আহত বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সম্পর্কে তথ্য থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করতে। দূতাবাসের অফিসিয়াল মোবাইল নম্বর: +২১৮৯১৬৯৯৪২০২ এবং +২১৮৯১৬৯৯৪২০৭।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন