Logo
Logo
×

জাতীয়

বই প্রকাশের ক্ষেত্রে কোনো সেন্সরশিপের প্রশ্নই আসে না : সংস্কৃতি উপদেষ্টা ফারুকী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১২ পিএম

বই প্রকাশের ক্ষেত্রে কোনো সেন্সরশিপের প্রশ্নই আসে না : সংস্কৃতি উপদেষ্টা ফারুকী

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সম্প্রতি বলেছেন যে অন্তর্বর্তী সরকার জুলাইয়ের চেতনার ওপর দাঁড়িয়ে আছে এবং এ চেতনার অন্যতম বৈশিষ্ট্য হলো মত প্রকাশের স্বাধীনতা।

রবিবার (২ ফেব্রুয়ারি) এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এ কথা বলেন। সরকারি তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে এক পুলিশ কর্মকর্তার বরাতে একটি সংবাদ ছাপা হয়েছে, যেখানে বলা হয়েছে যে বই প্রকাশের আগে পুলিশ বা বাংলা একাডেমি পরীক্ষা করতে পারে। এ বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, বই ছাপার আগে পুলিশ বা অন্য কারো সেটা নিরীক্ষা করার প্রশ্নই আসে না। যে পুলিশ কর্মকর্তার বরাতে সংবাদ ছাপা হয়েছে তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

তিনি আরও জানান, সব রকম বিভ্রান্তি দূর করার জন্য জানানো যাচ্ছে যে বই প্রকাশের ক্ষেত্রে কোনো সেন্সরশিপের প্রশ্নই আসে না। সরকার মত প্রকাশ ও লেখার স্বাধীনতায় পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন