Logo
Logo
×

জাতীয়

ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত: প্রধান উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৮ পিএম

ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত: প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, ভারতে পলাতক অবস্থায় শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের ফলে জনমনে যে গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে, তারই বহিঃপ্রকাশ ঘটেছে এই ঘটনায়।  

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।  

প্রধান উপদেষ্টা বলেন, "ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিঃপ্রকাশ ঘটেছে।"  

তিনি আরও বলেন, "গত ছয় মাসে ৩২ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ বা ধ্বংসযজ্ঞ হয়নি। তবে গতকাল রাতে পলাতক শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে, যার দুটি অংশ রয়েছে।"  

বিস্তারিত ব্যাখ্যায় তিনি বলেন, "একটি অংশ হলো, জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন, শেখ হাসিনা তাদের অপমান ও অবমাননা করেছেন। শহীদের মৃত্যু-সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে তিনি জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন।"  

তিনি আরও বলেন, "দ্বিতীয়ত, শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে ভাষায় কথা বলতেন, গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরও তিনি একই হুমকি-ধমকির সুরে কথা বলছেন। তিনি গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জনগণের বিরুদ্ধে লাগাতার হুমকি দিচ্ছেন এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন।"  

এই ঘটনার দায় শেখ হাসিনার ওপর চাপিয়ে তিনি বলেন, "মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে, সে ক্ষতে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলছেন। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবেই ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।"  

সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।"  

তিনি আরও বলেন, "মানবতাবিরোধী অপরাধে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব হবে।"  

সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, "সরকার আশা করে, ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না।"  

আইনি ব্যবস্থা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, "জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, তাদের বিচারকাজ পুরোদমে এগিয়ে চলছে। এই বিচার নিশ্চিত করে গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তি দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উসকানিমূলক কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কী কী আইনি পদক্ষেপ নেওয়া যায়, তা সরকার খতিয়ে দেখবে।"  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন