Logo
Logo
×

জাতীয়

একুশে পদক পাচ্ছেন নারী ফুটবল দলসহ ১৪ ব্যক্তি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৩ পিএম

একুশে পদক পাচ্ছেন নারী ফুটবল দলসহ ১৪ ব্যক্তি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দলসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর ১৪ জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ছয়জন মরণোত্তর এ সম্মাননা পাচ্ছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম প্রকাশ করেন।

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতিবছর একুশে পদক বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। ১৯৭৬ সাল থেকে দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্যবিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে এই পদক দেওয়া হয়ে আসছে।

এ বছরের মনোনীত ব্যক্তিরা হলেন- শিল্পকলায় (চলচ্চিত্র) আজিজুর রহমান (মরণোত্তর), শিল্পকলায় (সংগীত) উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর), শিল্পকলায় (সংগীত) ফেরদৌস আরা, শিল্পকলায় (আলোকচিত্র) নাসির আলী মামুন, শিল্পকলায় (চিত্রকলা) রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহীদুল আলম, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে কবি হেলাল হাফিজ, ভাষা ও সাহিত্যে শহীদুল জহির (মরণোত্তর) এবং গবেষণায় মঈদুল হাসান।

এ ছাড়া ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একুশে পদক পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন