বিশ্বের শক্তিশালী পাসপোর্ট র্যাংকিংয়ে চার ধাপ উন্নতি বাংলাদেশের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৫ পিএম

ছবি : সংগৃহীত
বিশ্বের শক্তিশালী পাসপোর্ট র্যাংকিংয়ে চার ধাপ উন্নতি করে ২০২৫ সালে ৯৩তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম। ব্রিটিশ প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ সূচকে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ এবার লিবিয়া ও ফিলিস্তিনের সঙ্গে যৌথভাবে একই অবস্থানে রয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এই সূচক প্রকাশ করা হয়।
সূচকের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যার পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই ১৯৩টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের নাগরিকরা ১৯০টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
তৃতীয় স্থানে রয়েছে সাতটি দেশ— ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। এসব দেশের নাগরিকরা ১৮৯টি দেশে ভিসামুক্ত বা অনঅ্যারাইভাল ভিসায় প্রবেশ করতে পারেন।
চতুর্থ স্থানে রয়েছে লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, নরওয়ে, পর্তুগাল, সুইডেন ও বেলজিয়াম, যাদের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান।
পঞ্চম স্থানে রয়েছে গ্রিস, নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড, যাদের নাগরিকরা ১৮৭টি দেশে আগাম ভিসা ছাড়াই যেতে পারেন।
ষষ্ঠ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য (১৮৬টি দেশ), সপ্তম স্থানে রয়েছে কানাডা, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, মাল্টা ও পোল্যান্ড (১৮৫টি দেশ)।
অষ্টম স্থানে আছে সংযুক্ত আরব আমিরাত ও এস্তোনিয়া (১৮৪টি দেশ), নবম স্থানে ক্রোয়েশিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও যুক্তরাষ্ট্র (১৮৩টি দেশ), আর দশম স্থানে রয়েছে আইসল্যান্ড ও লিথুয়ানিয়া (১৮২টি দেশ)।
বিশ্বের শক্তিশালী পাসপোর্ট র্যাংকিংয়ে উন্নতির ফলে বাংলাদেশের আন্তর্জাতিক চলাচলে সুবিধা কিছুটা বৃদ্ধি পেলেও, উন্নত দেশগুলোর তুলনায় এখনও পিছিয়ে রয়েছে।