Logo
Logo
×

জাতীয়

শক্তিশালী পাসপোর্ট সূচকে চার ধাপ এগিয়ে ৯৩তম স্থানে বাংলাদেশ

Icon

যুগেরচিন্তা২৪ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৯ পিএম

শক্তিশালী পাসপোর্ট সূচকে চার ধাপ এগিয়ে ৯৩তম স্থানে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী পাসপোর্টের শক্তি পরিমাপের সূচকে চার ধাপ উন্নতি করে ১৯৯টি দেশের মধ্যে ৯৩তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তবে, আগাম ভিসা ছাড়াই যাওয়া যায় এমন দেশের সংখ্যা কমে যাওয়ায় বাংলাদেশি পাসপোর্টের অবস্থান এখনো তুলনামূলকভাবে দুর্বল।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স কর্তৃক প্রকাশিত এই সূচক অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশি নাগরিকরা ৪২টি দেশে ভিসা ছাড়া যেতে পারলেও ২০২৫ সালে এই সংখ্যা কমে ৩৯টিতে নেমে এসেছে।

সংস্থাটির ওয়েবসাইটে আরও বলা হয়েছে, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য।

গত বছর ৯৭তম স্থানে থাকা বাংলাদেশ র‍্যাংকিংয়ে উন্নতি করলেও, বৈশ্বিক অবস্থা বিবেচনায় বাংলাদেশের পাসপোর্ট এখনো দুর্বল অবস্থানে আছে। এই তালিকায় নেপাল ৯৪তম এবং ৯৬তম স্থানে আছে পাকিস্তান।

এ বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে তালিকায় শীর্ষস্থান দখল করেছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এরপরই রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের পাসপোর্টধারীরা ১৯০টি গন্তব্যে ভিসা-মুক্ত ভ্রমণ করতে পারেন। জার্মানি, ফ্রান্স এবং স্পেনসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ তৃতীয় স্থানে রয়েছে।

অপরদিকে, সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তান। দেশটির নাগরিকরা মাত্র ২৫টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণ করতে পারেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী (৫২তম স্থান)। দেশটির নাগরিকরা ৯৩টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। ভারত ৮০তম স্থানে থেকে ৫৬টি গন্তব্যে ভিসা-মুক্ত ভ্রমণ সুবিধা ভোগ করছে। এরপর রয়েছে ভুটান (৮৩তম, ৫১টি গন্তব্য), মিয়ানমার (৮৮তম, ৪৫টি গন্তব্য) এবং শ্রীলঙ্কা (৯১তম, ৪২টি গন্তব্য)।

নেপাল ও পাকিস্তানের পাসপোর্টের জন্য ভিসা-মুক্ত গন্তব্যের সংখ্যা যথাক্রমে ৩৮টি ও ৩২টি।

বাংলাদেশের র‍্যাংকিং উন্নতি করলেও ভিসা-মুক্ত গন্তব্যের সংখ্যা কমে যাওয়া ভবিষ্যতের জন্য উদ্বেগের বিষয় হতে পারে। আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ বাড়ানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর প্রয়োজনীয়তা বিশেষজ্ঞরা মনে করছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন