Logo
Logo
×

জাতীয়

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৪ পিএম

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে আগামী মঙ্গলবার দুবাই যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা রয়েছে প্রধান উপদেষ্টার। সম্মেলনে অংশ নেওয়া রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গেও প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

রফিকুল আলম জানান, আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট-২০২৫ অনুষ্ঠিত হবে। গত ১৩ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের আমন্ত্রণে এই সম্মেলনে অংশ নিতে দেশটিতে যাবেন প্রধান উপদেষ্টা।

তিনি আরও বলেন, ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০১৩ সালে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের নেতৃত্বে গঠিত হয় এবং এটি সরকারগুলোর অভিজ্ঞতা বিনিময়ের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। বিগত এক দশক ধরে প্ল্যাটফর্মটি ১৪০টি দেশের আন্তর্জাতিক সংস্থাগুলো, চিন্তাবিদ, বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণকারী এবং বেসরকারি নেতাদের একত্রিত করে একটি উজ্জ্বল ভবিষ্যতের রূপরেখা প্রণয়নে কাজ করছে।

এইবারের সম্মেলনে সরকারগুলোর মধ্যে কার্যকরী অংশীদারত্ব ও বৈশ্বিক মতবিনিময় এবং সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরকার ও জনগণের মধ্যে বন্ধন তৈরির উদ্যোগ অব্যাহত থাকবে। প্রধান উপদেষ্টার সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে তার চিন্তা ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ থাকবে।

রফিকুল আলম আরও জানান, সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

এ সময় বাংলাদেশিদের জন্য আরব আমিরাতের ই-ভিসা চালুর বিষয়ে এক প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই বৈঠকে বিষয়টি উত্থাপন করা হতে পারে।

উল্লেখ্য, গত বছর জুলাই-আগস্ট আন্দোলনে সংহতি জানিয়ে দেশটিতে অবস্থানরত কিছু বাংলাদেশি বিক্ষোভ ও ভাঙচুর করলে তখন থেকে বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন