Logo
Logo
×

জাতীয়

জাতিসংঘের প্রতিবেদন

জুলাই গণঅভ্যুত্থানে ৪৪ পুলিশ সদস্য নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে ৪৪ পুলিশ সদস্য নিহত

ছবি : সংগৃহীত

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত এ প্রতিবেদনে জানানো হয়েছে, ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে এই কর্মকর্তারা নিহত হন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এই সময়ে ১৪০০ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত হন। নিহতদের মধ্যে ১২-১৩ শতাংশ ছিল শিশু।

জাতিসংঘ আরও বলছে, বাংলাদেশের সাবেক সরকার, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো এবং আওয়ামী লীগের সহিংস উপাদানগুলি গত বছরের ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল।

প্রতিবেদনটি নিরাপত্তা ও বিচার খাতের সংস্কার, দমনমূলক আইন ও প্রতিষ্ঠান উচ্ছেদ এবং রাজনৈতিক ও অর্থনৈতিক শাসন ব্যবস্থায় পরিবর্তনের সুপারিশ করেছে।

জাতিসংঘ জানিয়েছে, অন্তর্বর্তী সরকার তদন্তে সহায়তা করেছে, প্রবেশাধিকারের অনুমতি দিয়েছে এবং প্রয়োজনীয় নথি সরবরাহ করেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন