জাতিসংঘের প্রতিবেদন
গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নির্দেশেই গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪০ পিএম

ছবি : সংগৃহীত
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশেই গত বছরের জুলাই-আগস্ট অভ্যুত্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে বলে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় জেনেভায় এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই বিভিন্ন সূত্রে প্রতিবেদনটির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরও এ ঘটনায় প্রত্যক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ১৯ জুলাই এক বৈঠকে শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশ দেন— আন্দোলনের সমন্বয়কারীদের গ্রেফতার করে হত্যা ও গুম করতে হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে গঠিত হয় "কোর কমিটি", যা ২০ জুলাই থেকে নিয়মিত বৈঠক করে এবং দমন-পীড়নের কৌশল নির্ধারণ করে।
জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ ঘটনায় ১,৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১১,৭০০-এর বেশি আহত হয়েছেন। নিরস্ত্র জনগণের ওপর এসকেএস, ‘টাইপ ফিফটি-সিক্স’ ও ‘বিডি-জিরো এইট’ বন্দুক দিয়ে ৭.৬২ এমএম গুলি চালানো হয়।
১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আমলে নিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের এই প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া কী হবে, তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। বিশেষ করে, মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে কী পদক্ষেপ গ্রহণ করবে, তা প্রতিবেদনের আনুষ্ঠানিক প্রকাশের পরই স্পষ্ট হবে।