Logo
Logo
×

জাতীয়

টিসিবির পণ্য নিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে অজ্ঞান তিন নারী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১০ এএম

টিসিবির পণ্য নিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে অজ্ঞান তিন নারী

ছবি : সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-র ট্রাক থেকে ভর্তুকি মূল্যের পণ্য কিনতে গিয়ে তিনজন নারী অজ্ঞান হয়ে পড়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, দীর্ঘ সময় না খেয়ে লাইনে দাঁড়িয়ে থাকার পাশাপাশি চরম ভিড়, ঠেলাঠেলি ও বিশৃঙ্খলার কারণে একাধিক নারী অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজন পশ্চিম রাজাবাজার এলাকার বাসিন্দা, যিনি সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে শারীরিক দুর্বলতা ও অতিরিক্ত গরমে তিনি অজ্ঞান হয়ে যান। উপস্থিত লোকজন তাকে পানি পান করিয়ে সাহায্য করেন এবং পরে লোকজনের অনুরোধে টিসিবির ট্রাক থেকে তার কাছে পণ্য বিক্রি করা হয়।

ওই নারী জানান, তার স্বামী একজন ব্যক্তিগত গাড়িচালক। পাঁচ সদস্যের পরিবার চালানো তার জন্য কঠিন হয়ে পড়েছে। নতুন স্মার্ট কার্ড না পাওয়ায় তিনি গত দুই মাস ধরে টিসিবির পণ্য পাননি।

একই লাইনে দাঁড়িয়ে থাকা আরও দুই নারী ধাক্কাধাক্কির কারণে অজ্ঞান হয়ে সড়কে পড়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

টিসিবি নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করছে। একজন ভোক্তা ট্রাক থেকে সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারেন।

পণ্যের মূল্য তালিকা: ভোজ্যতেল (সয়াবিন/কুঁড়ার তেল) – ১০০ টাকা/লিটার, মসুর ডাল – ৬০ টাকা/কেজি, চিনি – ৭০ টাকা/কেজি, ছোলা – ৬০ টাকা/কেজি, খেজুর (৫০০ গ্রাম) – ৭৮ টাকা।

টিসিবির পণ্য কিনলে প্রতি ভোক্তার প্রায় ৪০০ টাকা সাশ্রয় হয়। ফলে প্রতিদিন ট্রাকের পেছনে মানুষের ভিড় বেড়েই চলেছে। তবে এর সঙ্গে বিশৃঙ্খলা, ধাক্কাধাক্কি ও হয়রানির ঘটনাও বাড়ছে, যা সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন