Logo
Logo
×

জাতীয়

লিবিয়ায় আটক ১৪৫ বাংলাদেশি দেশে ফিরলেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩ পিএম

লিবিয়ায় আটক ১৪৫ বাংলাদেশি দেশে ফিরলেন

ছবি : সংগৃহীত

লিবিয়ার বেনগাজি গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৪৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস।

প্রত্যাবাসিত বাংলাদেশিরা ভোরে লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। এরই অংশ হিসেবে আইওএম-এর সহায়তায় গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৪৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

এর আগে, দূতাবাসের একটি প্রতিনিধি দল গানফুদা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে। যাচাই-বাছাই শেষে তাদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। পরে স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন ও আইওএম-এর সার্বিক সহযোগিতায় বিনা খরচে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা সম্ভব হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন