১-৩৬ জুলাই পর্যন্ত প্রত্যেকটি সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৫ পিএম

ছবি : সংগৃহীত
১ থেকে ৩৬ জুলাই পর্যন্ত দেশের প্রতিটি সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্ট করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাশাপাশি, সরকারবিরোধী সমালোচনা করা সংবাদমাধ্যমগুলোকেও অন্তর্বর্তী সরকার যথাযথভাবে মূল্যায়ন করবে বলে উল্লেখ করেন তিনি।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাবে আয়োজিত ‘গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান: ফিরে দেখা ১ থেকে ৩৬ জুলাই’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, গত ১৫ বছরে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোতে সংবাদমাধ্যমের ভূমিকা বিশ্লেষণ করা হবে। সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনের ধরন ও উপস্থাপিত বয়ান ডকুমেন্ট করা হবে এবং এ বিষয়ে গবেষণাও চালানো হবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি পরিবেশ তৈরি করতে চায়, যেখানে কারও কণ্ঠরোধ করা হবে না এবং সাংবাদিকতা হবে স্বাধীন ও দায়িত্বশীল। সব সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, এবং শক্তিশালী যেকোনো পক্ষকেও প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতে হবে বলে মন্তব্য করেন তিনি।