Logo
Logo
×

জাতীয়

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে সবাইকে সতর্ক থাকার আহ্বান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৮ পিএম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে সবাইকে সতর্ক থাকার আহ্বান

ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, যেন কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে না পারে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে নিরাপত্তা সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, এ বছরের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। গোয়েন্দা সংস্থাগুলোকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন।

তিনি জানান, কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সার্বিক সহায়তা করবে ডিএমপি। সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সংস্কৃতি মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ অন্যান্য সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার, রেজাউল করিম মল্লিক, এস এন মো. নজরুল ইসলাম, মো. মাসুদ করিমসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন